Dhaka, Friday, 03 July 2020

ডেনমার্কে মেয়র সম্মেলনে যোগ দিচ্ছেন আতিকুল ইসলাম

2019-10-08 16:51:23
ডেনমার্কে মেয়র সম্মেলনে যোগ দিচ্ছেন আতিকুল ইসলাম

সুখবর প্রতিবেদক:সি-ফোরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ৯ অক্টোবর থেকে এই সম্মেলন শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

ডিএনসিসির প্রধান (জনসংযোগ) কর্মকর্তা এ এস এম মামুন এ কথা জানান।

ডিএনসিসি সূত্রে জানা যায়, সি-ফোরটি ৯৪টি মেগাসিটির একটি সংগঠন। মূলত জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার লক্ষ্যে সি-ফোরটি কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ সম্মেলনটি চলতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন শহর থেকে আসা মেয়ররা তাদের নিজ নিজ শহরে নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে সকল ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছেন তা সম্মেলনে তুলে ধরবেন।

সি-ফোরটি বিশ্ব মেয়র সম্মেলনে বিভিন্ন শহরের মেয়র ছাড়াও ব্যবসায়ী নেতা, স্বেচ্ছাসেবী, বিজ্ঞানী, জলবায়ু কর্মীসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করবেন।

খাদ্য ও পুষ্টি সর্বশেষ খবর

খাদ্য ও পুষ্টি এর সকল খবর