Dhaka, Friday, 03 July 2020

সাহিত্যে নোবেল পেলেন পিটার ও অলগা

2019-10-10 19:32:12
সাহিত্যে নোবেল পেলেন পিটার ও অলগা

সাহিত্য প্রতিবেদক: বিতর্কের কারণে ২০১৮ সালে সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা না করলেও ২০১৯ সালের সঙ্গে ২০১৮ সালে সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করেছে সুইডিশ একাডেমি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নোবেল পুরস্কার ঘোষণার ৪র্থ দিনে এ নাম ঘোষণা করা হয়। এতে ২০১৯ সালে নোবেল জয়ী হিসেবে মনোনয়ন পেয়েছেন অস্ট্রিয়ার লেখক পিটার ল্যান্ড এবং ২০১৮ সালে পোল্যান্ডের লেখিকা অলগা তকারজুক।

মানুষের ভাষাগত দক্ষতা এবং অভিজ্ঞতার বিষয় নিয়ে গবেষণার জন্য পিটার ল্যান্ডকে ২০১৯ সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হলো। অন্যদিকে ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কল্প-বিজ্ঞানের কাহিনী লিখে জনপ্রিয়তা পাওয়া অলগা তকারজুক।

সুইডিশ একাডেমি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় এই দুই বিজয়ীর নাম ঘোষণা করে। ১৯০১ সাল থেকে সাহিত্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দিয়ে আসছে সুইডিশ একাডেমি। উভয় বিজয়ী পুরস্কারের অর্থমূল্য হিসেবে ৮০ লাখ ক্রোনার পাবেন।

উল্লেখ্য, সুইডিশ একাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টের বিরুদ্ধে একাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিক জনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠায় গতবারের সাহিত্যে নোবেল স্থগিত করা হয়। যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে সুইডিশ একাডেমি গত বছরের ৪ মে ঘোষণা দেয়, আগামী বছর ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার একসঙ্গে দেয়া হবে। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ পুরস্কার ঘিরে এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর