Dhaka, Wednesday, 05 August 2020

শিল্পকলায় বাতিঘর-এর সাড়াজাগানো নাটক ‘ঊর্ণাজাল’

2019-12-08 16:11:53
শিল্পকলায় বাতিঘর-এর সাড়াজাগানো নাটক ‘ঊর্ণাজাল’

বিনোদন প্রতিবেদক: প্রতিশ্রুতিশীল নাট্যকার বাকার বকুলের রচনা ও নির্দেশনায় বাতিঘর নাট্যদলের প্রযোজনা- ‘ঊর্ণাজাল’ নাটকটির ২৪তম প্রদর্শনী হবে আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ।

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ঊর্ণাজাল এর কাহিনি।

সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’নাটক দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত কয়েকটি মঞ্চায়নে যা অনুপ্রাণিত করেছে বাতিঘর নাট্যদলকে ।

অভিনয়ে রয়েছেন - সয়ফুল - সাদ্দাম রহমান, খালেদ - মুক্তনীল সরকার, সাঁইজি / যাত্রাবাবু - সঞ্জয় গোস্বামী, সেতারা- সুইটি সরকার, আমির/ হাফেজ হান্নান - মনিরুজ্জামান ফিরোজ, তৈয়ব মুন্সি - অপূর্ব দে, মাজাহার- শিশির সরকার, মেজর - সঞ্জয় হালদার, আসমা জামান – সারমিন, ডাক্তার - স্বরণ বিশ্বাস, জীবুন্নেসা- তারানা তাবাসসুন চেরী, ইমাম - ফয়সাল আহম্মেদ, সহকারী নির্দেশক – মুক্তনীল, আলোক প্রক্ষেপণ - তানজিল আহম্মেদ, সংগীত প্রয়োগ - সঞ্জয় গোস্বামী, সেট ডিজাইন – মুক্তনীল।

সংস্কৃতি ও বিনোদন সর্বশেষ খবর

সংস্কৃতি ও বিনোদন এর সকল খবর