Dhaka, Sunday, 09 August 2020

মনোমুগ্ধকর নাচ পরিবেশন করলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বিজয়া মন্ডল 

2020-05-05 17:01:08
মনোমুগ্ধকর নাচ পরিবেশন করলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বিজয়া মন্ডল 


বিনোদন প্রতিবেদক: বিজয়া মন্ডল বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড টু-এ অধ্যয়নরত। সে পড়ালেখার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তি করে থাকে। সে বাফাতে নাচ, গান ও ছবি আঁকা শিখেছে। এরইমধ্যে সে স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং অনেক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে।
বর্তমানে সে বাসায় গুরুজী পূর্ণ চন্দ্র মন্ডলের কাছে গান এবং ছায়ানটের নাচের শিক্ষকের কাছে নাচ শিখছে। তার এই নাচ, গান আর আবৃত্তির প্রচেষ্টায় তার মায়ের রয়েছে শ্রম আর সময়।
বিজয়ার বাবা বিধান চন্দ্র মন্ডল ও মা তনুরুচি দাস।
আজ আমরা দেখবো “ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়” গানের সাথে বিজয়ার নৃত্য।

ঘোষণা ::
তোমরা শিশুরা যারা নাচ করো, গান করো, আবৃত্তি করো, আরো অনেক রকমের মজাদার পারফরমেন্স আছে- সেগুলো করো, তোমরা সেসব ভিডিও পাঠিয়ে দাও। আমরা প্রচার করবো। সাথে দিতে হবে নাম, তুমি কোন স্কুলে পড়ো, শ্রেণী, বাবা-মা'র নাম- এসব তথ্য। সঙ্গে লাগবে একটি স্টিল ছবি। গান হলে ভিডিও রেকর্ড করার সময় সাউন্ড যেন ভালো থাকে সেদিকে নজর রাখবে। আর এসব বিষয়ে অভিভাবকের সহযোগিতা তো অবশ্যই নেবে।

ভিডিও ও তথ্য পাঠানোর ঠিকানা:

Email: sukhabor365@gmail.com

Facebook Page:https://www.facebook.com/Sukhaborcom-2146298322131368

SUKHABOR TV:https://www.youtube.com/channel/UCx4TmLqFTPkKVq-erC_Gj1g/videos

শৈশব ও কৈশোর সর্বশেষ খবর

শৈশব ও কৈশোর এর সকল খবর