Dhaka, Thursday, 02 July 2020

খোকন কুমার রায়ের কবিতা- “অনাহারী শৈশব”

2020-05-14 18:27:22
খোকন কুমার রায়ের কবিতা- “অনাহারী শৈশব”

সুখবর প্রতিবেদক: ব্যাঙ্গ রচনা ও ক্ষুরধার কলামের মাধ্যমে ব্যক্তি, সমাজ, রাজনীতির নানা অসঙ্গতি তুলে ধরে পাঠক মহলে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন খোকন কুমার রায়। অনেক দিন বিরতির পর আবার শুরু করেছেন কবিতা চর্চা। খোকন কুমার রায় সুখবর.কম-এর সম্পাদক ও প্রকাশক। তাঁর কবিতা “অনাহারী শৈশব” আজ দেয়া হলো পাঠকদের জন্য।

অনাহারী শৈশব

- খোকন কুমার রায়

পথের ধারে বসে আছে, অপেক্ষাতে শকুন

কখন মরবে ছোট্ট শিশু, অনাহারের দরুণ।

যুদ্ধ যুদ্ধ খেলছে বিশ্ব, মরছে শিশু কত

শকুনেরা অপেক্ষায়, সংখ্যায় শত শত।

প্রিয় বিশ্বের কত শিশু, খেতে পায় না আজি

উন্মাদেরা মারছে মানুষ, করছে বোমাবাজি।

মানুষরূপী পাষণ্ডরা, দেয় না কোনো ছাড়

মরুক শত মানব শিশু, কী আসে যায় তার।

আসিয়াছে নতুন শিশু, স্থান ছাড়িবার স্থলে

মারছে বোমা আকাশ থেকে, ধ্বংস হোক সকলে।

বিশ্বজুড়ে চলছে এক, উন্মাদের লড়াই

ইচ্ছে করে পাগলগুলোরে, গারদে ভরাই।

সবার উপরে মানুষ সত্য, ভুলিছে সবায়

অনাহারী শিশুরা আজ, কেঁদে বুক ভাসায়।

ঝড় কবে থেমে যাবে, অপেক্ষাতে রই

অনাহারী শিশুরা আজ, খাবার পাবে কই।

সবাই বলে অন্নদাতা, মুখ দিয়াছেন যিনি

ক্ষুধার্ত এই শিশুর বেলায়, উদাস কেন তিনি।

হও যদি ধ্র‍ুব সত্য, চক্ষু অগোচরে

তুমিই নাকি বিরাট শিশু, বাঁচাও শিশুরে।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর