Dhaka, Tuesday, 02 June 2020

খোকন কুমার রায়ের কবিতা “মুক্তি”

2020-05-16 17:23:50
খোকন কুমার রায়ের কবিতা “মুক্তি”

সুখবর প্রতিবেদক: ব্যাঙ্গ রচনা ও ক্ষুরধার কলামের মাধ্যমে ব্যক্তি, সমাজ, রাজনীতির নানা অসঙ্গতি তুলে ধরে পাঠক মহলে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন খোকন কুমার রায়। অনেক দিন বিরতির পর আবার শুরু করেছেন কবিতা চর্চা। খোকন কুমার রায় সুখবর.কম-এর সম্পাদক ও প্রকাশক। আজ প্রকাশিত হলো তাঁর দ্বিতীয় কবিতা “মুক্তি”।

মুক্তি

- খোকন কুমার রায়

বন্দী খাঁচায় কান্দে পাখি, দিবারাত্রি ধরে

খুলবে খাঁচা যাবে কবে, সুদূর অচিনপুরে।

দমকা হাওয়ায় ভাঙ্গবে খাঁচা, থাকে প্রতীক্ষায়

দূর আকাশে চেয়ে থাকে, কিসেরও আশায়।

পাবে মুক্তি মেলবে পাখা, স্বপ্ন দেখে ঠায়

খুলবে খাঁচা একদিন নিশ্চই, সত্যি ভালোবাসায়।

খাঁচার দরজা খুলবে একজন, আছেন এমন জ্ঞানী

সাত আকাশের উপর বসে, মুচকি হাসছেন যিনি।

বন্দী দশায় আটকে থেকে, পাখির যে যায় প্রাণ

দয়ার সাগর আছেন বসে, দিবেন পরিত্রাণ।

সেই প্রতীক্ষায় থাকে পাখি, দিন গুনে যায় ভ্রমে

অচিনপুরের পথটা কি, সরেই যাচ্ছে ক্রমে।

প্রতীক্ষারি প্রহর কাটে, নাওয়া খাওয়া ছাড়ি

আসবে কবে সেই সময়, সুদূরে দেবে পাড়ি।

প্রহর শেষে আসলো সেই ক্ষণ, খাঁচার দরজা খুলবে

যেতে যে আর নাহি চায়, খাঁচা কেমনে ভুলবে।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর