Dhaka, Tuesday, 11 August 2020

খোকন কুমার রায়ের কবিতা “প্রিয় বন্ধু সুধাংশু কুমার সাহা স্মরণে”

2020-06-09 22:25:54
খোকন কুমার রায়ের কবিতা “প্রিয় বন্ধু সুধাংশু কুমার সাহা স্মরণে”

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রিয় বন্ধু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহার অকাল মৃত্যুতে বন্ধুর স্মৃতির উদ্দেশে সুখবরডটকম-এর সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়ের কবিতা:

প্রিয় বন্ধু সুধাংশু কুমার সাহা স্মরণে

-খোকন কুমার রায়

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, আর ভাবছি,

জীবন হলো এক বর্ণিল আলোকচ্ছটা,

আর মৃত্যু হলো এক শীতল সুখের আশ্রয়

যে আশ্রয়ের প্রতীক্ষায় রয়েছি সবাই।

কত সুখ, কত আনন্দ, কত দুঃখ, কতই বিষাদ

ঘিরে থাকে মোদের সর্বক্ষণ,

জীবনের সকল লেনদেন চুকিয়ে

কবে যাব মৃত্যুশীতল ছায়ায়, থাকি প্রতীক্ষায়।

কতই প্রিয় প্রাণ, চলে যায় প্রতিদিন

অনুভূতিগুলো কেমন যেন ভোতা হয়ে গেছে,

ক্রমাগত দেখে যাই প্রিয়জনের মৃত্যু,

শুধু ঘেঁটে যাই সুখস্মৃতির অ্যালবাম।

কতই না মধুর স্মৃতি, স্মৃতির পাতায়,

চলে নিউরনে অনুরণন, আর অবাক হয়ে ভাবি,

বাস্তবে আমরা কতটা অসহায়,

শুধুই স্মৃতি রোমন্থন, আর কিছু নাই করবার।

মনটাকে প্রবোধ দিই, কখনো আসে এমন সময়

যখন চাইলেও কিছুই থাকে না করবার।

প্রিয়জন, যে চলে গেছ ওপাড়ে, করিও ক্ষমা,

আমিও আসছি ফিরে, এই তো কিছু কাল পরে।

বসিয়া আলাপন করিব দুজনে,

স্বর্গীয় সরোবর তীরে, অতি সন্তর্পণে,

যেমনি দুজনায় বুনিতাম স্বপ্নের জাল,

কিছুই হলো না ধরায়, বড়ই নিষ্ঠুর এ কাল।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর