কর্পোরেট কর কমছে, সুবিধা পাচ্ছে পোশাক খাতও

সুখবর প্রতিবেদক: নতুন বাজেটে কর্পোরেট করহার কমছে, তৈরি পোশাক শিল্পে কর ছাড়ের মেয়াদও বাড়ছে। করোনাভাইরাস মহামারীতে বিশ্বের অর্থনীতি থমকে পড়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে কর্পোরেট কর কমানোর কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পুঁজিবাজরে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ২ দশমিক ৫০ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন তিনি।
মুস্তফা কামাল বলেন, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে করদাতাদের করভার লাঘব করার জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ থেকে হ্রাস করে ৩২ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব করছি।”
বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির কর হার ৩৫ শতাংশ।
তৈরি পোশাক খাতের কর ছাড়ের মেয়াদ আরও দুই বছর বাড়ছে।
মুস্তফা কামাল বলেন, “বর্তমানে গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন আছে এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের করহার ১০ শতাংশ এবং গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন নেই এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের করহার ১২ শতাংশ।
“এই করহার সংক্রান্ত আরএসওর মেয়াদ ৩০ জুন ২০২০ শেষ হবে। তা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করছি।”
তৈরি পোশাকসহ সব রপ্তানি পণ্যে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে বাজেটে। “আশা করি তৈরি পোশাক খাত এত উপকৃত হবে,” বলেছেন অর্থমন্ত্রী।
- পশ্চিমা জগতে বিয়েতে কনে সাদা পোশাক পরে কেন?
- চা শিল্পে সৃষ্টি হলো নতুন সম্ভাবনা | বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বিশেষায়িত গ্রিন-টি
- অর্থনীতির ক্ষতি সামলাতে আসছে আরেকটি প্রণোদনা প্যাকেজ
- পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি এম এ হাসেমের প্রতি শ্রদ্ধা
- দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বাস্থ্যমন্ত্রী
- উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলবো: মেয়র তাপস
- শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল
- সরকারি বাসায় না থাকলেও বাসাভাড়া কেটে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- চাকরির খবর: প্রবেশনারি অফিসার নেবে ইউনিয়ন ব্যাংক
- পদ্মার দুই পাড় ঘিরে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র