Dhaka, Tuesday, 11 August 2020

খোকন কুমার রায়ের কবিতা “বিষাদ ছায়া”

2020-07-02 15:17:08
খোকন কুমার রায়ের কবিতা “বিষাদ ছায়া”

বিষাদ ছায়া

-খোকন কুমার রায়

বিষাদের ছায়া আজি পড়েছে দু’চোখে

অবসাদের প্রহর কাটে কম্পিত বুকে।

আনন্দ জোয়ারে আজ এসেছে যে ভাটা

সমুদ্র স্নানে যাওয়া পড়েছে যে কাটা।

বিষাদের আকাশে আজ শকুনেরা উড়ে

নীলাকাশ, গাঙচিল গিয়েছে সুদূরে।

কান্নার নোনাজলে বাষ্পিত হাওয়ায়

বিষণ্ণ ক্ষণ আজ ঘিরে কুয়াশায়।

বরষার কদম্ব আজি বিষাদের স্নানে

খোপায় স্থান নাহি পায় কাঁদে নির্জনে।

শত নদী সরোবরে গিয়েছি যে কত

বন্দী মনে ভাসে স্মৃতি অবিরত।

কাশফুল, ঘাসফুলের পাইনাকো দেখা

অবসন্ন মন নিয়ে ভাবি একা একা।

অপেক্ষাতে থাকি আমি মনে বড়ই আশ

কবে মোরা পাব ফিরে সুখের বারো মাস।

[খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, সুখবরডটকম]

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর