Dhaka, Wednesday, 30 September 2020

রোনালদিনহোই সর্বকালের সেরা ফুটবলার: রবার্তো হিলবার্ট  

2020-08-13 11:14:25
রোনালদিনহোই সর্বকালের সেরা ফুটবলার: রবার্তো হিলবার্ট
 

ক্রীড়া প্রতিবেদক, সুখবর ডটকম: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টেনেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু নেইমারের এমন আকাশচুম্বী মূল্য মানতে নারাজ রবার্তো হিলবার্ট। জার্মান কিংবদন্তির মতে, নেইমারের এত দাম হলে রোনালদিনহো ছিলেন অমূল্য রতন।

ব্রাজিলিয়ান সাবেক এই প্লে-মেকারকে মুখোমুখি হওয়া সব ফুটবলারের চেয়ে সেরা হিসেবে দাবি করলেন হিলবার্ট। ২০০৭-০৮ মৌসুমের অভিজ্ঞতা থেকেই রোনিকে সেরার স্বীকৃতি দিলেন তিনি। এক যুগ আগে স্টুর্টগার্টের পক্ষে বার্সেলোনাকে মোকাবেলা করেছিলেন হিলবার্ট। গ্রুপপর্বের ম্যাচে দুবারই স্টুর্টগার্টকে হারিয়েছে বার্সা।

রোনালদিনহো জাদুতে প্রথম লেগে ৩-১ এবং ফিরতি লেগে ২-০ গোলে জয় পায় কাতালান জায়ান্টরা। ওই দুই ম্যাচেই রোনি জয় করে নিয়েছেন হিলবার্টের মন। তিনি বলেছেন, ‘আমি যতো ফুটবলারের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে সেরা রোনালদিনহো। আমার কাছে এখনো মনে হয় তিনিই সর্বকালের সেরা।’

রোনিকে সবার ওপরে রাখা নিয়ে জার্মান কিংবদন্তির যুক্তি, ‘সে খুব দ্রুতগামী, শক্তিশালী এবং সবসময় হাসিখুশি থাকতো। স্টুর্টগার্ট বনাম বার্সেলোনা ম্যাচের কথা আমার মনে আছে। ম্যাচ দুটোতে আমরা ভালো করতে পারিনি। কিন্তু আমি বলব ওটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। আমি তাকে (রোনি) আটকাতে ক্লান্ত হয়ে পড়ি, তাকে আঘাত করা মোটেও সহজ ছিল না।’

জার্মান ফুটবলে এই ডিফেন্ডার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে ফরাসি স্ট্রাইকার ফ্র্যাঙ্ক রিবেরিকে নির্বাচন করেছেন। কিন্তু রোনালদিনহোর মধ্যে তিনি যা দেখেছেন তা এই প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যেও দেখেন না হিলবার্ট। তবে কয়েকজনের মধ্যে রোনির ছায়া দেখছেন তিনি।

জার্মান কিংবদন্তি বলেছেন, ‘মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারও ডিফেন্ডারদের ভালো ঘোল খাওয়াতে পারে। ওরা এটা করতে ভালোবাসে এবং বিনোদন দেয় দর্শকদের। রোনি এটা নিয়মিতই করতেন। তার খেলা দেখার আনন্দই অন্যরকম। তাকে আটকানো যে কোনো ডিফেন্ডারের জন্যই কঠিন ছিল।’

হিলবার্ট আরো বলেছেন, ‘আমি যখন খেলতাম তখন সবচেয়ে দামি ফুটবলার ছিলেন রোনালদিনহো কিংবা রোনালদো (ব্রাজিল)। এখন যদি নেইমারের মূল্য ২২২ মিলিয়ন ইউরো হয় তাহলে রোনালদো কিংবা রোনালদিনহোর খরচই বহন করতে পারতো না কেউ।’

খেলাধুলা ও অনুশীলন সর্বশেষ খবর

খেলাধুলা ও অনুশীলন এর সকল খবর