Dhaka, Monday, 28 September 2020

বাজারে এলো প্রিমিয়াম স্বাদের ‘ড্যানিশ রোমিও অ্যান্ড জুলিয়েট বিস্কুট’

2020-09-07 13:41:53
বাজারে এলো প্রিমিয়াম স্বাদের ‘ড্যানিশ রোমিও অ্যান্ড জুলিয়েট বিস্কুট’

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ড্যানিশ ফুডস লিমিটেড সম্প্রতি বাজারে এনেছে প্রিমিয়াম স্বাদের ‘ড্যানিশ রোমিও অ্যান্ড জুলিয়েট বিস্কুট’ । গত ১ সেপ্টেম্বর, ২০২০ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোম্পানির কর্পোরেট অফিসে আয়োজিত এক অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে নতুন এই পণ্যটির পরিচয় করিয়ে দেন কোম্পানির জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড মোশারফ হোসেন ভূঁইয়া।

এই অনলাইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার নাজির আহমেদ, জেনারেল ম্যানেজার-ট্রেড মার্কেটিং মোঃ আব্দুল গফুর এবং ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মোঃ রাকিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

১৫০ টাকা মূল্যের ১৮০ গ্রাম ড্যানিশ রোমিও অ্যান্ড জুলিয়েট পাফ স্যান্ডউইচ বিস্কুট দেশের সকল সুপার স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর এবং প্রিমিয়াম আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে।

বাণিজ্য ও উৎপাদন সর্বশেষ খবর

বাণিজ্য ও উৎপাদন এর সকল খবর