Dhaka, Tuesday, 27 October 2020

খোকন কুমার রায়ের কবিতা ‘রূপের পুতুল’

2020-09-30 17:28:26
খোকন কুমার রায়ের কবিতা ‘রূপের পুতুল’

রূপের পুতুল

-খোকন কুমার রায়

দেহের এই জীবনচক্র পাল্টাই কেমনে

বয়স আমার যতই বাড়ছে মন যৌবনে।

প্রেমের খনি যেমন ছিল তেমনি আছে মনে

দেহ আমার মাটির পুতুল ভাঙে সময় টানে।

মনে আমার জোয়ার চলে ভরা পূর্ণিমার মত

দেহ আমার ভাটার টানে হয় ক্ষত-বিক্ষত।

কোন কারিগর বানাইলারে দেহ যতন করে

আলোর ঝলক দেখাইয়া মোরে টানো অন্ধকারে।

দরজা ছাড়া আন্ধার ঘরে ঢুকাইবা্ আমারে

মাটির দেহ যাবে মিশে সবার অগোচরে।

কেন যতনে গড়াইলা পুতুল রূপ ঝলমলে

অতৃপ্ত প্রাণ কান্দে সদাই রইতে ভূমণ্ডলে।

খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, সুখবর ডটকম।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর