Dhaka, Wednesday, 28 October 2020

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক

2020-10-08 18:09:39
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক

ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইস গ্লুক। সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে তার অসামান্য কাব্যভাষ্য ও দার্শনিক সৌন্দর্যবোধ ব্যক্তি সত্তাকে সার্বজনীন করে তোলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে নোবেল প্রাপকের নাম ঘোষণা করার সময় অ্যাকাডেমির নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স অলসন জানিয়েছেন, ‘গ্লুকের ভাষ্য মধুর এবং আপসহীন। তার কবিতা পড়লেই বোঝা যায় যে, তিনি নিজেকে প্রাঞ্জল করতে সচেষ্ট। একই সঙ্গে তার লেখায় পাওয়া যায় হাস্যরস ও তীক্ষ্ণ কৌতুকের সংমিশ্রণ।’

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের ইতিহাসে ১৬তম মহিলা বিজেতা হলেন এই মার্কিন কবি। ১৯৪৩ সালে জন্মগ্রহণ করা গ্লুক ১২টি কবিতা সমগ্র এবং একটি প্রবন্ধের বই লিখেছেন। ১৯৯৩ সালে 'দ্য ওয়াইল্ড আইরিস' কবিতাগ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে জাতীয় মানবাধিকার পুরস্কারে ভূষিত করে।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর