Dhaka, Wednesday, 28 October 2020

দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘শেহেরজাদ ফরহাদ’

2020-10-15 14:23:06
দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ‘শেহেরজাদ ফরহাদ’

বিনোদন প্রতিবেদক, সুখবর ডটকম: প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং কর্তৃক বাংলায় ডাবিংকৃত ইরানী সিরিয়াল ‘শেহেরজাদ ফরহাদ’ বাংলাদেশের দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত সিরিয়ালটি রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হচ্ছে এসএটিভিতে। রাত ১১:৩০টায় এটি পুনঃপ্রচারিত হচ্ছে।

বিশ্বনন্দিত ও জনপ্রিয় একটি ইরানী সিরিয়াল হলো ‘শেহেরজাদ ফরহাদ ’। এসএটিভিতে এরই মধ্যে ২৪টি পর্ব প্রচারিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে প্রচারিত হবে ২৫তম পর্ব। সিরিয়ালটি এরই মধ্যে বাংলাদেশের দর্শকদের মন জয় করে নিয়েছে। ঐতিহাসিক ঘটনার নাটকীয় উপস্থাপনা, নায়ক-নায়িকাসহ চরিত্রগুলোর সহজ-সরল অভিব্যক্তি ও সংলাপ, যেন চিরচেনা মানুষগুলোকেই তুলে ধরেছে।

নিকেতন এলাকায় বসবাসকারী রবিউল ইসলাম নামে একজন দর্শক সুখবর ডটকমকে তার প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, ‘শেহেরজাদ ফরহাদ ’ আমি প্রতিদিনই এসএটিভিতে দেখি। শত ব্যস্ততা থাকলেও সময় বের করে নিই। প্রথমবার দেখতে না পারলে রাতে পরে যখন আবার পুনঃপ্রচার হয় তখন দেখি। চরিত্রগুলো আমার কাছে প্রিয় হয়ে উঠছে এবং আমি আস্তে আস্তে ঘটনার ভেতর ঢুকে যাচ্ছি। তাই আমি মিস করতে চাই না।”

রাজধানীর খিলগাঁও এলাকায় বসবাসকারী সায়মা নামে একজন দর্শক বলেন, ডাবিং করা ইরানী চলচ্চিত্র বা সিরিয়ালগুলো এমনিতেই আমাদের দেশে জনপ্রিয়। তার ওপর ‘শেহেরজাদ ফরহাদ ’ এর উপস্থাপনা, কাহিনী, চরিত্রগুলোর বাংলা সংলাপ সব কিছুই প্র্রথম থেকেই আমার খুব ভালো লাগছে। একটি পর্বের পর আরেকটি পর্বে কী আছে তা জানারও আগ্রহ থাকছে। তাই এখন পর্যন্ত একটি পর্বও মিস করিনি। আশা করছি সবগুলো পর্বই দেখব।”

ইরানে ইউরোপীয় ঘরানার যাত্রা; সমাজের দুঃখ-ভালোবাসার সঙ্গী হয়ে দুজন প্রেমিক-প্রেমিকার ভালোবাসার চাদর ছিন্ন হয়ে যাওয়া, আবার একে অপরকে খুঁজে পাওয়া; ফার্সি সাহিত্যের রস উপচেপড়া কবিতার স্বাদ আস্বাদন, মাফিয়া সংঘাত, দমন-পীড়ন আর সত্য ইতিহাসের মিশেলে নির্মিত হয়েছে এই সিরিয়াল। এখন পর্যন্ত ইরানের সেরা ও তুমুল আলোড়ন সৃষ্টিকারী এবং বর্তমান সময়ের আলোচিত সিরিয়াল এই শেহেরজাদ ফরহাদ।

সিরিয়ালটি পরিচালনায় ছিলেন বিখ্যাত ইরানী পরিচালক হাসান ফাতহি। আর বাংলা ডাবিং পরিচালনায় ছিলেন মাহবুব মারুফ।

সংস্কৃতি ও বিনোদন সর্বশেষ খবর

সংস্কৃতি ও বিনোদন এর সকল খবর