Dhaka, Tuesday, 24 November 2020

খোকন কুমার রায়ের কবিতা ‘প্রাক্তন’

2020-10-15 15:05:29
খোকন কুমার রায়ের কবিতা ‘প্রাক্তন’

প্রাক্তন

-খোকন কুমার রায়

তুমি কি আজো রাত্রি জেগে, স্মৃতির পাতায় খোঁজো?

ডুবেছিলাম তোমার মনে, কুল পাইনি আজও।

তখন শুধু তুমিই ছিলে আমার সকল ভাবনায়

বিলাসি স্বপ্নে বিভোর তুমি পরেছিলে তবু দোটানায়।

আজকে তোমার ঘর ভর্তি গহনা দামী দামী

আর বুক ভরা প্রেম নিয়ে, আজও একা আমি।

আমার মনের দেয়াল জুড়ে, শুধুই তোমার ছবি

অবসরেও এখন আমি, তোমার কথাই ভাবি।

তুমি ছিলে হৃদয় ভাঙার নিপুন কারিগর!

ফিরিয়ে দিতে পারবে? আমার স্বপ্নে বাঁধা ঘর?

আজও কি তুমি আঁতকে ওঠো? দুঃস্বপ্নে? মধ্যরাতে?

কেউ কি তোমায় সামলে রাখে? হাত রাখে তোমার হাতে?

হয়তো তুমি ভেবেছিলে সবখানেই জিতে গেছো!

কিন্তু আমি জানি, তুমি বিলাসিতায় তলিয়ে আছো।

খোকন কুমার রায়: সম্পাদক ও প্রকাশক, সুখবর ডটকম।

লেখক ও প্রকাশনা সর্বশেষ খবর

লেখক ও প্রকাশনা এর সকল খবর