অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেন ট্রাম্প | তবে আইনি লড়াই চালিয়ে যাবেন

আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: নির্বাচনে জয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর বিষয়ে অবশেষে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, মার্কিন সরকারের যে সংস্থা ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে, তাদের যা করণীয়, তা অবশ্যই তাদের করা উচিত।
তবে ট্রাম্প এখনো নির্বাচনে তার পরাজয় মেনে নেননি। তিনি তার লড়াই অব্যাহত রাখবেন বলেও জানান।
যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি দেখভাল করে ফেডারেল এজেন্সি জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ)।
জিএসএ বলেছে, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন নির্বাচনে জয়ী বলে প্রতীয়মান হওয়ার বিষয়টি তারা স্বীকার করছে।
মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে ‘সার্টিফাই’ হওয়ার পরই ট্রাম্পের কাছ থেকে এমন নাটকীয় ঘোষণা এল। মিশিগানের ঘটনা ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা।
ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাইডেন টিম।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও ট্রাম্প কিন্তু নির্বাচনে পরাজয় স্বীকার করতে এখনো রাজি নন। নির্বাচনে কথিত কারচুপি নিয়ে করা মামলাগুলোও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ওই টুইটেই ট্রাম্প বলেছেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে লড়ে যাব। আর বিশ্বাস করি, আমরা টিকে থাকব।’
তবে নির্বাচনের তিন সপ্তাহ পর এভাবে জিএসএকে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ায় একটি বিষয় উঠে এসেছে; আর তা হলো ট্রাম্প দেয়ালের ভাষা বুঝতে পারছেন। এটা বুঝেছেন, বিলম্বে কাজ হবে না, জনরায় মানতেই হবে।
জিএসএকে ট্রাম্পের এই নির্দেশনার মাধ্যমে এখন বাইডেন অর্থ ব্যবহারের সুযোগ পাবেন, অফিস ব্যবহার করতে পারবেন এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসতে পারবেন।
- পশ্চিমা জগতে বিয়েতে কনে সাদা পোশাক পরে কেন?
- চা শিল্পে সৃষ্টি হলো নতুন সম্ভাবনা | বাংলাদেশে উৎপাদিত হচ্ছে বিশেষায়িত গ্রিন-টি
- অর্থনীতির ক্ষতি সামলাতে আসছে আরেকটি প্রণোদনা প্যাকেজ
- পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি এম এ হাসেমের প্রতি শ্রদ্ধা
- দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বাস্থ্যমন্ত্রী
- উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলবো: মেয়র তাপস
- শুভ জন্মদিন মুহম্মদ জাফর ইকবাল
- সরকারি বাসায় না থাকলেও বাসাভাড়া কেটে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- চাকরির খবর: প্রবেশনারি অফিসার নেবে ইউনিয়ন ব্যাংক
- পদ্মার দুই পাড় ঘিরে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র