ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এছাড়া প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছে আমীন হেলালী।
বুধবার (০২ আগস্ট) রাজধানীর সংগঠনটির মতিঝিলের কার্যালয়ে তাদের নির্বাচিত করে নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা।
নির্বাচিত ৬ সহসভাপতি হলেন— খায়রুল হুদা চপল, আনোয়ার সাদাত সরকার, যশোদা দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হাসান চৌধুরি রনি এবং মনির হোসেন।
নবনির্বাচিত এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, নির্বাচিত নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের সমস্যা-সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও তিনি বলেন, ‘যেখানে সমস্যা, সেখানে সমাধান’ এটাই হবে আগামী নেতৃত্বের স্লোগান।
ওআ/
খবরটি শেয়ার করুন