বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ *** দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা *** পুতিন কেন সামাজিক যোগাযোগমাধ্যম এড়িয়ে চলেন

ঐতিহ্যবাহী জুম নৃত্যে মেতেছে খাগড়াছড়ির পাহাড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোই হোই জুমত যেবং/ জুমত যেইনে গোচ্ছে সুদো তুলিবং/ গোচ্ছে সুদো তুলিনে টেঙা হামেবং (হোই হোই জুমে যাব/ জুমের তিল সুতা তুলব/ তিল সুতা বেচে টাকা আয় করব) চাকমা ভাষার এই গানটির মাধ্যমে আদিবাসীদের জুমচাষ নিয়ে উচ্ছ্বাস, আশা ও ভবিষ্যৎ চিন্তা ফুটে ওঠে।

খাগড়াছড়ির পাহাড় মেতেছে জুম নৃত্যে। বর্ষায় পাহাড়ে জুম চাষকে কেন্দ্র করেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিশেষ করে চাকমারা এ প্রাণের উৎসব পালন করেন। কীভাবে সকালে জুম চাষিরা হাতে দা, কাঁচি, মাথায় ঝুড়ি নিয়ে ক্ষেতে যান; জুমে তারা কীভাবে কাজ করেন তা এ নৃত্যের মাধ্যমে দেখানো হয়।

সংশ্লিষ্টরা জানান, চাকমা খাগড়াছড়ি জেলার বৃহৎ জনগোষ্ঠী। অসংখ্য গান ও নৃত্যের সমন্বয়ে চাকমাদের রয়েছে একটি বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডল। তারা বিভিন্ন ঋতুর ওপর ভিত্তি করে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে থাকেন। জুম নৃত্য চাকমাদের প্রধান ও ঐতিহ্যবাহী নৃত্য। এ নৃত্যের মাধ্যমে জুম চাষিদের জীবনচিত্র অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

নৃত্য শিল্পী রিয়া, অনুশ্রী, সুষ্মিতা, নির্ঝরা ও অনুরা চাকমা জানান, জুম নৃত্যকে এক কথায় পাহাড়ের জুম চাষিদের জীবন চিত্রের সার সংক্ষেপ বলা যেতে পারে।

তারা বলেন, ‘সামাজিক মূল্যবোধ ধরে রাখা ও অপ সংস্কৃতিরোধ ও শিল্পীদের যথাযথ মর্যাদা ও পৃষ্ঠপোষকতা পেলে এখানে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হবে।’

স্থানীয় শিল্পী সংগঠক সাচি মং মারমা জানান, পাহাড়ি নৃত্যগীত হতে পারে পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। তাই পাহাড়ে আরও গতিশীলতা বাড়াতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সচল করা জরুরি।

খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্য প্রশিক্ষক এ্যামিলি দেওয়ান জানান, এ নৃত্যগীত হতে পারে এলাকার পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। পাহাড়ি সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি শিল্পীরা যাতে নিজস্ব সত্তা ও মর্যদা নিয়ে টিকে থাকতে পারে সে ব্যাপারে সরকারের সু দৃষ্টি রয়েছে; পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিও ভূমিকা রাখছে।

আরো পড়ুন: সিরাজগঞ্জে অবস্থিত দেশের সর্ববৃহৎ নবরত্ন মন্দির

খাগড়াছড়িতে সরকারী ৪টি প্রতিষ্ঠানের পাশাপাশি  ছোট বড় মিলিয়ে খাগড়াছড়ি জেলার প্রায় দুই শতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেয়ার অগ্রণী ভূমিকা রাখছে।

এম/


খাগড়াছড়ি জুম নৃত্যে ঐতিহ্যবাহী পাহাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250