বেশ কিছু দিন ধরেই তীব্র গ্যাস সংকটে দিন পার করছেন রাজধানীবাসী। দিনের বেলায় জ্বলছে না রান্নার চুলা। রাত ১১টার পর থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিক থাকে। তবে এ সময়ে গ্যাস তেমন কাজে লাগে না। তাই অনেকে বাধ্য হচ্ছেন সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা ব্যবহার করতে। গুনতে হচ্ছে বাড়তি খরচ।
তবে, এই সমস্যা সাময়িক জানিয়ে চলতি সপ্তাহ শেষে এই গ্যাস সঙ্কট থাকবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে তিতাসের পক্ষ থেকে।
আবাসিকে গ্যাস সঙ্কটের কথা স্বীকার করছে তিতাস। তাদের দাবি, শীতে সঞ্চালন লাইনে সমস্যার কারণেই এই সঙ্কট। এ মাসের ১৯ তারিখের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস তাদের।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লাহ গণমাধ্যমকে বলেন, এ সমস্যা সাময়িক। আগামী ১৮ বা ১৯ তারিখের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। এতে ১৯ তারিখ থেকে গ্যাস সরবরাহ বাড়বে। তখন এত সমস্যা থাকবে না।
ওআ/
খবরটি শেয়ার করুন