শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি

জরুরি ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারা দেশের ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। দেশের যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন রয়েছে এমন স্কুলের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এই তালিকা পাঠাতে সারাদেশের সকল জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে- সারাদেশে বিপুল সংখ্যক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে। তাছাড়া বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবনের প্রয়োজনীয় অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য সরকার একটি নতুন প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, শুধুমাত্র যেসকল বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ/জরাজীর্ণ ভবন রয়েছে তার আওতাধীন জেলায় সে সকল বিদ্যালয়ের তথ্য সংযুক্ত ছকে (এক্সেল সীট-এ ইউনিকোড নিকোস ফন্ট) আগামী ২৫ জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হার্ড কপি এবং সফট কপি পাঠাতে হবে।

আরো পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ৬ শিক্ষক

ঝুঁকিপূর্ণ যে সকল ভবন ইতোমধ্যে বিধি মোতাবেক অকেজো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং পাঠদানে ব্যবহার হচ্ছে না, সেসকল ভবন নিলাম কমিটি কর্তৃক বিধি মোতাবেক নিলাম করে অপসারণের ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়।

এম/


ঝুঁকিপূর্ণ বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250