বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর *** ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে *** গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতিকে সহায়তা তারেক রহমানের *** জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ *** টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় *** ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই *** অভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৫ বাংলাদেশি ‘শিগগির’ দেশে ফিরবেন, আশা অন্তর্বর্তী সরকারের *** দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

পোষা কুকুরকে ২৬ লাখ টাকার বাড়ি উপহার!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৩

#

মার্কিন এক নাগরিক তার পোষা কুকুরের জন্য ২৫ হাজার ডলার দিয়ে বাড়ি বানিয়েছেন। যা বাংলাদেশি টাকায় ২৬ লাখ টাকা। মার্কিন ঐ ব্যক্তির নাম ব্রেন্ট রিভেরা। তার পোষা কুকুরের নাম চার্লি। খবর এনডিটিভি।

এই কুকুরের জন্য নির্মিত বাড়ির ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির ভেতরটা অনেকটা ডুপ্লেক্স আদলে করা। এই লিভিং রুম থেকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় শয়নকক্ষে। বিছানার এক পাশে রাখা হয়েছে তার কাপড়চোপড়, অন্য পাশে টেবিলে রাখা হয়েছে অ্যালার্ম ঘড়ি। বাড়ির সামনে রাখা হয়েছে গাছ। 

এতে আলাদা শয়নকক্ষ রয়েছে কুকুরের জন্য। রয়েছে লিভিং রুম। রয়েছে বাড়ির পেছনে ফাঁকা জায়গা। লিভিং রুমে টেলিভিশনও রাখা হয়েছে। পাশে রয়েছে সোফা। সামনে টেবিলে রাখা হয়েছে খাবার। ওই টেলিভিশনে দেখা যাবে চার্লির প্রিয় ভিডিওগুলো।

ব্রেন্ট রিভেরা পেশায় একজন ইউটিউবার। ইউটিউবে তার সাবস্ক্রাইবার ২ কোটি ৬৬ লাখ। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও জনপ্রিয় তিনি। 

আরো পড়ুন: এরদোয়ানের পোস্টারে গোঁফ আঁকায় আটক কিশোর

চার্লির জন্মদিনকে এবার বিশেষভাবে উদ্যাপনের জন্য এ বাড়িটি তৈরি করেছেন ব্রেন্ট। ভিডিওতে দেখা যায়, চার্লিকে যাতে আর একা থাকতে না হয়, সে জন্য একটি সঙ্গী কুকুর আনা হয়েছে। এ ছাড়া ব্রেন্ট যখন কাজে ব্যস্ত থাকবেন সেই সময় চার্লি যাতে একাকিত্ব অনুভব না করে, সে জন্য একজন পেশাদার পোষা প্রাণী রক্ষণাবেক্ষণকারীকেও নিয়োগ দিয়েছেন তিনি।

ব্রেন্টের এই ভিডিও ইতিমধ্যে ৭৩ লাখ মানুষ দেখেছেন ইউটিউবে।  মন্তব্য এসেছে ৯ হাজারের বেশি। অনেকেই এসব মন্তব্যে চার্লির জন্য শুভকামনা জানিয়েছেন। 

এম/


পোষা কুকুর বাড়ি উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250