সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বস্তায় আদা চাষ, খরচের তুলনায় লাভ অনেক বেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে বস্তায় আদা চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাইতে সিমেন্টের ফেলে দেয়া বস্তায় হচ্ছে আদার চাষ। বসতবাড়ির আশপাশে বিভিন্ন গাছ-গাছালির নিচেই চাষ করা যায় আদা। কম খরচে এবং ফসলী জমি ছাড়াই মসলা পণ্য আদার চাষ কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ছায়াযুক্ত পরিত্যক্ত জায়গায় চাষ করা যায় বলে খরচের তুলনায় লাভও অনেক বেশি। তাই আগ্রহ বাড়ছে কৃষকের। 

মাটি, সার আর বীজ মিলে প্রতি বস্তায় কৃষকদের খরচ হচ্ছে ১০০ থেকে ২০০ টাকা। আর প্রতি বস্তায় মিলছে দুই থেকে আড়াই কেজি আদা।

এক চাষী বলেন, “পরিত্যক্ত জমিতে ১শ’ বস্তায় আদার চাষ করেছি। প্রতি বস্তায় যদি ৩ কেজি করে আদা হয় তাহলে অনেক টাকা আসবে।”

কৃষকদের উদ্ধুদ্ধ করা ছাড়াও কৃষি বিভাগ উন্নত জাতের আদার বীজ সরবরাহ করছে। এতে ভালো ফলন পাচ্ছেন বলেও জানায় কৃষি বিভাগ।

সীতাকুণ্ড উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম বলেন, “যে জমিতে একেবারে কোনো কিছুই উৎপাদন হয়না, সেসব জায়গাতেও বস্তায় আদার চাষ হচ্ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, “উন্নত জাত এবং প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদার চাষ কিভাবে করতে হয় কৃষকদের শেখানো হচ্ছে। এবারই প্রথম সীতাকুন্ডে এই কার্যক্রমটা শুরু করতে পেরেছি।”

কৃষি জমির সংকটসহ নানা কারণে কৃষকরা মসলা জাতীয় ফসলের উৎপাদন কমিয়ে দিয়েছে। সরকারি সহায়তার মাধ্যমে মসলা চাষে উদ্বুদ্ধ করা গেলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি কমবে আমদানি ব্যয়।

কৃষি বিভাগ বলছে, এ’বছর পরীক্ষামূলকভাবে শুরু হলেও পর্যায়ক্রমে অন্য উপজেলায়ও বস্তায় আদা চাষে কৃষকদের সম্পৃক্ত করা হবে।

আই. কে. জে/ 

বস্তায় আদা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন