শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ বাড়ল আরও চার দিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ডের মেয়াদ আরও চারদিন বাড়িয়েছেন ভারতের একটি আদালত। বৃহস্পতিবার (২৮শে মার্চ) দিল্লির একটি আদালত তার রিমান্ডের মেয়াদ পহেলা এপ্রিল পর্যন্ত বাড়ান। 

এর আগে গত ২১শে মার্চ মদ নীতি কেলেঙ্কারির মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ২৮শে মার্চ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করে ইডি হেফাজতে পাঠান।

আরো পড়ুন: বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : ম্যাথিউ মিলার

আম আদমি পার্টি বলছে, কেজরিওয়ালের বিরুদ্ধে হওয়া মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যদিও দলটির এই অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার। মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি, কেজরিওয়ালের গ্রেফতারিতে তাদের কোনো হস্তক্ষেপ নেই।

এইচআ/ 

ইডি রিমান্ড অরবিন্দ কেজরিওয়াল

খবরটি শেয়ার করুন