রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম *** রেমিট্যান্সে সুখবর : ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার *** রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হয়ে পড়েছে : পররাষ্ট্র উপদেষ্টা *** সন্ধ্যার মধ্যেই ৩ বিভাগে নামবে বৃষ্টি!

আলপনা-বর্ণমালায় সাজছে শহীদ মিনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। দিনটি উপলক্ষে গতকাল সোমবার (১৯শে ফেব্রুয়ারি)  রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে চলে শেষ মুহূর্তের কাজ। পরিচ্ছন্নতা ও রংয়ের কাজে ব্যস্ত কর্মীরা। আলপনায় আর বর্ণমালায় রাঙিয়ে তোলা হচ্ছে শহীদ বেদী। লাখো জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য প্রায় প্রস্তুত শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরেই শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করবেন মানুষ। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী।

নিরাপত্তার স্বার্থে মিনার চত্বরে একুশে ফেব্রুয়ারির আগে নেওয়া হয়েছে সতর্কতা। দিনটি ঘিরে মিনার চত্বরে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে জনসাধারণের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড।

আরো পড়ুন : ২১ আমাদের শিখিয়েছে মাথানত না করা: প্রধানমন্ত্রী

এর আগে, একুশে ফেব্রুয়ারির দিন নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, শহীদ দিবস ঘিরে কোনো হুমকি না থাকলেও কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীজুড়ে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

হাবিবুর রহমান আরও জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক সাপোর্ট টিম থাকবে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে। এ ছাড়া ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা পেট্রোলিংয়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত ২১ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশে প্রবেশের অন্তত ১৩টি সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে এ সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করবে বলেও জানানো হয়েছে। 

এস/ আই.কে.জে

শহীদ মিনার আলপনা-বর্ণমালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন