বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনআইডি ইসির অধীনেই থাকবে, সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের *** একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল *** শেখ হাসিনার ‘সহিংস আচরণের প্রতিক্রিয়ায়’ ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর *** চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ১০৬ জন *** ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্টরা পাচ্ছেন ‘স্মল আর্মস’ *** ঢাকায় টিকিট কাউন্টার পদ্ধতির গোলাপি বাস উদ্বোধন *** মোবাইলে পত্রিকার অনলাইন সংস্করণ পাঠকরা বেশি পড়েন: জরিপ *** একসঙ্গে কাজ করতে ভারতকে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান *** ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ *** বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের তালিকায় যারা

আমি ছিলাম পরিবারের ডিম পাড়া হাঁস: পপি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

এবার ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কেঁদে কেঁদে মা-বোনদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তিনি। 

বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে খোলাসা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

পপি বললেন, ‘আমি একজন ব্যর্থ মানুষ। কারণ যাদের জন্য সবকিছু করলাম, জীবনের সুন্দর সময়গুলো যাদের জন্য বিলিয়ে দিলাম তারা এখন আমার শত্রু। আমার ক্ষতি করতে চায়।’ পরিবারের সদস্যদের নিয়ে এভাবে জানালেন তিনি।

তিনি বলেন, ‘আমি ছিলাম আমার পরিবারের ডিম পাড়া হাঁস। আমার সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার ব্যাংক অ্যাকাউন্ট সহায়-সম্পত্তি সবকিছু ছিল তাদের আন্ডারে। আমার কাছে ছিল আমার দেহটাই। যখন আর কিছু দিতে পারিনি তখন হয়েছি শত্রু। আমাকে খুন করার চেষ্টাও করা হয়েছিল। এমনকি খুনিকে টাকা দেয়া হয়েছিল। এতে জড়িত ছিল আমার ভাই।’

তার ভাষায়, ‘২০০৭ সালে আমি বুঝতে পেরেছিলাম আমার পরিবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন আলমগীর ভাই (চিত্রনায়ক) আমার বাবা-মাকে বলেছিলেন বিষয়টার সমাধান করতে। উনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি কখনও চাইনি একা কিছু করতে। শুধুমাত্র বাবা-মা, ভাই-বোন নয় আমার দাদীর বাড়ি, নানীর বাড়ির সবাইকে সহযোগিতা করেছি।’

এদিকে পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা পারভীন।

গত সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এ অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন পপি। অভিনয় ক্যারিয়ারে মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

ওআ/কেবি

পপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন