বৃহঃস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল এলাকায় রিয়াজ হোসেন নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আবদুল মতিন হাওলাদারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ই নভেম্বর) ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

এদিন ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবদুল মতিন হাওলাদারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মতিনের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গতকাল সোমবার (১১ই নভেম্বর) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মতিন হাওলাদারকে আটক করে পুলিশ। এরপর কেরানীগঞ্জ থানার রিয়াজ হত্যা মামলায় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।

ওআ/কেবি

রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন