বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুজ কারা, তাদের রক্ষায় কেন সিরিয়ায় বোমা ফেলছে ইসরায়েল *** সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়েন সারজিস-হাসনাতরা *** জঙ্গিবাদের অভিযোগে মালয়েশিয়ায় আরও গ্রেপ্তার হতে পারেন: পররাষ্ট্র উপদেষ্টা *** যৌনকাজ করে বৌদ্ধ সন্ন্যাসীদের ব্ল্যাকমেল, ৮০ হাজার ভিডিওসহ থাই নারী গ্রেপ্তার *** গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না পুলিশ, আইজিপির দাবি *** গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ জারি *** গোপালগঞ্জে সংঘর্ষের সবশেষ খবরে যা জানা গেছে *** ‘জুলাই শহীদ দিবস’ পালিত *** গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবেন না: অন্তর্বর্তী সরকার *** বাংলাদেশ-ভারতকে বিবেচনা করে অলিম্পিকে ক্রিকেটের সূচি

অনিশ্চয়তার মধ্যেও তেহরানে উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: বিবিসি

ইরানের রাজধানী তেহরানের রাস্তায় আজ মঙ্গলবার (২৪শে জুন) এক ভিন্ন চিত্র দেখা গেছে। শহরটিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিশাল পোস্টারের সামনে দিয়ে মোটরসাইকেল ও গাড়ির বহর চলছে।

তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা হাতে নিয়ে নতুন উদ্দীপনায় রাস্তায় বেরিয়ে পড়েছেন। সেই সঙ্গে উচ্চ স্বরে বাজছে সরকার-সমর্থিত গানের সুর। এসব গানে ইরান সরকারের শক্তি ও প্রতাপের প্রশংসা করা হচ্ছে। খবর বিবিসির।

তবে বিবিসি জানিয়েছে, উৎসবমুখর এসব দৃশ্যের ভেতরেও রাজধানী তেহরানে বিরাজ করছে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ। বিবিসি পার্সিয়ানকে এক ব্যক্তি জানিয়েছেন, তার বিশ্বাস যুদ্ধবিরতির ঘোষণা আসলে একটি ফাঁদ। তিনি বলেন, ‘এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে শুধু খামেনিকে তার লুকিয়ে থাকা জায়গা থেকে বের করে আনার জন্য। এর পেছনে আর কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল আর আমেরিকা কোনো সিদ্ধান্তই নেয় না উদ্দেশ্য ছাড়া। এটার পেছনেও নিশ্চয়ই বিশেষ কারণ রয়েছে।’ এর আগে আজ সকালে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি 'যুদ্ধবিরতির' ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণার পর ইসরায়েল জানায়, তারা ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর ইরান বলেছে, যদি ইসরায়েল হামলা বন্ধ রাখে, তারাও হামলা বন্ধ করবে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় সেই ঘোষণার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। তবে এ ধরনের সংঘাতের পরও ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন—ইরান ও ইসরায়েলের মধ্যে 'যুদ্ধবিরতি' কার্যকর রয়েছে।

এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে লিখেছেন, “ইসরায়েল ইরানকে আক্রমণ করবে না। সব যুদ্ধবিমান ঘুরে দাঁড়িয়ে ঘরে ফিরবে এবং আকাশে ‘বন্ধুত্বসূচক ওয়েভ’ করবে ইরানের দিকে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর! এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ! ”

ইরানে ইসরায়েলি হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন