বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

শর্ত লঙ্ঘন : বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বিসিসির সব বাকি পরিশোধ করতে বলা হয়েছে।

রোববার (২২শে ডিসেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ঠা অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী বিসিসি কমিশনের তথ্য-উপাত্ত কোনও অবস্থাতেই অন্য কোনও ব্যক্তি, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রি কিংবা অন্য কোনও উপায়ে দিতে পারবে না। তবে বিসিসি সেই শর্ত লঙ্ঘন করেছে।

আরও পড়ুন: ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে গত ৩রা সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও জবাব দানে বিরত থাকে। ৬ই অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলে বিসিসি যে জবাব দেয়, তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি। অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির চুক্তিটি ২০শে ডিসেম্বর বাতিল করা হয় এবং বিসিসিকে প্রদত্ত এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া পত্র পাঠানোর ১৫ দিনের মধ্যে সব বকেয়া ফি পরিশোধ করে চালানের কপি দাখিল করার জন্য বিসিসিকে অনুরোধ করা হয়েছে।

এসি/কেবি

কম্পিউটার কাউন্সিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন