ছবি: সংগৃহীত
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। এবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
বুধবার (১৭ই জুলাই) মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক লিখেছেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবিতে কী চলছে? কেউ কি আপডেট দিতে পারবেন? কাল সকাল পর্যন্ত আমার ফেসবুক থাকবে কি না জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।’
অভিনেত্রী চমক ছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে কথা বলছেন ঢাকা ও কলকাতার অনেক শিল্পীরা।
আরও পড়ুন: কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে স্বস্তিকার হৃদয়স্পর্শী পোস্ট
এসি/ আই.কে.জে/