শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক চুমুতেই উড়ে গেলো ডিভোর্স

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্ত্রীর গলায় মিষ্টি এক চুমু দিয়ে ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাস্টিন বিবার। হলিউড তারকাদম্পতি জাস্টিন বিবার ও বাহিলি বিবারের সংসারে নাকি ভাঙন আসতে চলেছে। হঠাৎ ছড়িয়ে পড়ে এমন কথা। তা নিয়ে অবশ্য চুপ ছিলেন দুই তারকাই। তবে কোনো বক্তব্যে নয়, চুমুকেই বানালেন নিজেদের সুখে শান্তিতে থাকার প্রতীক।

৪ঠা জানুয়ারি শনিবার জাস্টিন একটি সেলফি শেয়ার করেন। সেখানে দেখা যায় তিনি বাহিলির গলায় চুমু খাচ্ছেন। বাহিলি মৃদু হাসি দিয়ে ছবির দিকে তাকিয়ে আছেন। এই মিষ্টি মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাদের সম্পর্কের দৃঢ়তা দেখে প্রশংসা করছেন।

আরও পড়ুন: পরিবার নিয়ে ওমরাহ পালনে গেলেন অভিনেতা নিলয়

এর আগে ৩০শে ডিসেম্বর বাহিলি এক টিকটক ভিডিও পুনঃশেয়ার করে তার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‌‘ইন্টারনেটে আপনাদের সবাইকে’। সঙ্গে একটি হৃদয়ের ইমোজি যোগ করেছিলেন তিনি। যা দেখে অনেকে মনে করেছিলেন যে তিনি তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো গুজবের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে জাস্টিনের চুমু দেয়া ছবিটি সব গুঞ্জনকে স্পষ্টভাবেই উড়িয়ে দিয়েছে।

২০১৮ সালে বিয়ে করা এই দম্পতি একাধিকবার বিচ্ছেদের গুজবে পড়েছেন। কিন্তু তারা কখনও এগুলো নিয়ে গুরুত্ব দেননি।

এসি/ আই.কে.জে/

ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন