শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

গণধর্ষণের শিকার পেলিকোকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দিল ফ্রান্স

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

জিসেল পেলিকো। ছবি: বিবিসি

ফ্রান্সের সাহসী নারী জিসেল পেলিকোকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইট অব দ্য লেজিয়ন অব অনার’-এ ভূষিত করা হয়েছে। ফ্রান্সের বাস্তিল দিবসের (১৪ই জুলাই) প্রাক্কালে প্রকাশিত সম্মানপ্রাপ্তদের তালিকায় ৫৮৯ জনের মধ্যে ৭২ বছর বয়সী পেলিকোর নাম বিশেষভাবে আলোচিত। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, গত বছর গণধর্ষণের মামলায় নিজের স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে সাক্ষ্য দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন পেলিকো। তিনি সাহসিকতার সঙ্গে নিজের পরিচয় গোপন না রেখে আদালতে বলেন, কীভাবে তার স্বামী তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে এক দশকের বেশি সময় ধরে ধর্ষণ করেছেন এবং প্রায় ৫০ জন অপরিচিত পুরুষকে এনে তার ওপর যৌন নিপীড়ন চালাতে উৎসাহিত করেছেন।

এই ভয়াবহ ও বহুচর্চিত মামলার রায় গত ডিসেম্বরে ঘোষণা করা হয়। আদালত তার স্বামী ডমিনিক পেলিকোকে ২০ বছরের সর্বোচ্চ কারাদণ্ড দেন। আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন ডমিনিক।

জিসেল পেলিকো বিচারপ্রক্রিয়ার প্রায় প্রতিদিনই আদালতে উপস্থিত ছিলেন। তার সাহসিকতা গোটা ফ্রান্সে আলোড়ন তোলে। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি চাই, সব ধর্ষণের শিকার নারীরা বলুক—ম্যাডাম পেলিকো পেরেছে, আমিও পারব।’ তিনি আরও বলেন, ‘আমি চাই, লজ্জা যেন ভিকটিমের কাঁধ থেকে অপরাধীর কাঁধে চলে যায়।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জিসেল পেলিকোর ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘তার মর্যাদা ও সাহসিকতা ফ্রান্স এবং পুরো বিশ্বকে নাড়া দিয়েছে, অনুপ্রাণিত করেছে।’

জানা গেছে, পেলিকোর জীবনের করুণ কিন্তু সংগ্রামী অধ্যায় নিয়ে একটি স্মৃতিকথা আগামী বছরের শুরুতে প্রকাশ হবে। এতে থাকবে তার কণ্ঠে বলা আত্মজীবনীর বিবরণ—একজন নারীর জেগে ওঠার গল্প।

জে.এস/

ফ্রান্স সম্মাননা জিসেল পেলিকো গণধর্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250