বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

ক্যামেরায় ধরা পড়ল নারী পুলিশ কর্মকর্তার চুরি, মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশ পুলিশ সদর দপ্তরে কর্মরত নারী পুলিশ কর্মকর্তা, ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) কল্যাণা রঘুবংশীর বিরুদ্ধে চুরির মামলা দায়ের হয়েছে। অভিযোগ, তিনি এক বন্ধুর বাড়ি থেকে নগদ ২ লাখ রুপি ও একটি মোবাইল ফোন চুরি করেছেন। ঘটনাটি ঘটেছে ভোপাল শহরের জহাঙ্গীরাবাদ থানা এলাকায়।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী গোসলে যাওয়ার আগে নিজের মোবাইল ফোন চার্জে দিয়ে যান। সেই সময়ে ডিএসপি রঘুবংশী তার বাড়িতে প্রবেশ করে ব্যাগে রাখা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে চলে যান।

ভুক্তভোগী ফিরে এসে টাকাপয়সা ও ফোন না পেয়ে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, ডিএসপি রঘুবংশী বাড়িতে ঢুকছেন ও কিছুক্ষণ পর হাতে টাকার বান্ডিল নিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর এনডিটিভির।

এই দৃশ্য দেখে হতবাক হয়ে তিনি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ফুটেজের ভিত্তিতে ডিএসপি রঘুবংশীর বিরুদ্ধে চুরির মামলা রুজু করেছে। অভিযোগের পর থেকে অভিযুক্ত কর্মকর্তা পলাতক। তাকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বিট্টু শর্মা জানান, ‘অভিযোগকারীর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ফোনটি অভিযুক্ত কর্মকর্তার বাসা থেকেই পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে।’

তবে চুরি হওয়া ২ লাখ টাকা এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে রঘুবংশীর বিরুদ্ধে বিভাগীয় নোটিশ জারি করেছে এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

ঘটনাটি গোটা পুলিশ বিভাগে চাঞ্চল্য ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কোনো পুলিশ কর্মকর্তা আইনের ঊর্ধ্বে নন। এ ঘটনার স্বচ্ছ ও কঠোর তদন্ত হবে বলেও জানান তারা। 

জে.এস/

নারী পুলিশ কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250