ছবি: সংগৃহীত
নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত। বর্তমানে নিজের ব্যবসা, বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্যারিয়ার তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। শুধু তাই নয়, পরিস্থিতি সামাল দিতে নাকি নিজের পছন্দের অনেক গহনাও বিক্রি করেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন অপু বিশ্বাস নিজেই।
অপু বলেন, ‘এখন আমি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছি। এই ঘটনাটি ঘটেছিল আমার ছেলে জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’
অপু জানান, দেশের বাইরে গেলে নিজের পছন্দমত গহন কিনতেন তিনি। সেই পরিস্থিতি সামাল দিতে বিক্রি করে দেন নিজের গহনা। দুর্দিনে সেই গহনাগুলোই তার কাজে লেগেছে।
এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে, যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হত, কিনে নিতাম। তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
জে.এস/
খবরটি শেয়ার করুন