মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান *** ‘প্রাইমারি শিক্ষকদের কেউ মেয়ে দিতে চায় না, তাই ৫০ বছরেও বিয়ে করতে পারিনি’ *** কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের *** আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা *** রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান *** রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে করে পৌঁছাল হাসপাতালে *** আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে

আজ পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৪০ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (১১ই নভেম্বর) রাজধানীর পল্টনে গণসমাবেশ করবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া আটটি দল। এই কর্মসূচিতে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের জমায়েত হবে বলে আশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

হামিদুর রহমান আযাদ বলেন, ‘মঙ্গলবার হাজার হাজার নয়, লাখ লাখ মানুষের জমায়েত হবে। লোকারণ্য হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজধানী এবং আশপাশের মানুষই এতে যুক্ত হবেন।’ 

তিনি যোগ করেন, ‘আমরা দেশব্যাপী সমাবেশের ডাক দিতে পারতাম। মঙ্গলবার শুধু রাজধানী ও আশপাশের জনবল নিয়েই সমাবেশ হবে। এতে যদি সরকার বুঝতে পারে, তাহলে আশা করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে।’

তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের চতুর্থ পর্ব শেষ হয়ে পঞ্চম পর্ব চলমান। গত ৬ তারিখ আমরা স্মারকলিপি দিয়েছি। একই সঙ্গে ১১ই নভেম্বর আমরা গণসমাবেশ ঘোষণা করেছিলাম। আমরা জনগণের কিছু মৌলিক দাবি নিয়ে আন্দোলন করছি। এটা কোনো জোট নয়, এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম।’

বিএনপির সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বলেছে, তারা জামায়াতের ডাকে সাড়া দেবে না। উনারা এটা প্রকাশ্যে বলে দিয়েছেন। আমরাও প্রকাশ্যে বলে দিলাম, উনারা আমাদের ডাকুক, আমরা অবশ্যই সাড়া দেব। আমরা আলোচনা এবং আন্দোলন উভয় চেষ্টা অব্যহত রাখব।’

জে.এস/

হামিদুর রহমান আযাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250