শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা সফরে আসছে দুই চীনা প্রতিনিধিদল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

চীনের দুটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসছেন। তাদের মধ্যে চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবেন ২২ থেকে ২৬শে এপ্রিল।

অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল ঢাকা সফর করবেন আগামী ২৩ থেকে ২৪শে এপ্রিল।

সোমবার (২২শে এপ্রিল) ঢাকায় আসবেন প্রতিনিধিদলটি। বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সঙ্গে প্রতিনিধিদলটির মূল বৈঠক হবে। 

আরো পড়ুন: আজ ঢাকা আসছেন কাতারের আমির

৯ সদস্য বিশিষ্ট চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং। চীনা প্রতিনিধি দলের সফরে দ্বিপাক্ষিক আলোচনায় বন্যার পূর্বাভাস নিয়ে আলোচনা হবে। তারা পূর্বাভাস কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া হাইগ্রোলজিক্যাল স্টেশন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পরিদর্শন করবে প্রতিনিধি দল। 

রাজনৈতিক বার্তা নিয়ে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যান। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়টি হয়তো তুলে ধরবেন তিনি।  

এইচআ/ আই.কে.জে/ 

ঢাকা সফর চীনা প্রতিনিধিদল

খবরটি শেয়ার করুন