এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন টেইলর সুইফট। ছবি: সংগৃহীত
মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে গত ২৬শে আগস্ট বাগদান সম্পন্ন করেছেন টেইলর সুইফট। এরপর থেকে গায়িকার ভক্তরা তার বিয়ের দিন জানতে মুখিয়ে আছেন। সম্প্রতি জানা গেছে, সুইফট ২০২৬ সালে বিয়ে করার প্রস্তুতি শুরু করেছেন। আগামী গ্রীষ্মে তাদের বিয়ের চূড়ান্ত পরিকল্পনা হবে। সূত্র: জিও নিউজ।
প্রথমে তারা ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং করতে চেয়েছিলেন, কিন্তু এখন রোড আইল্যান্ডের নিজের ১৭ মিলিয়ন ডলারের বাড়িতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।
সুইফট বিয়ের জন্য বাড়িতে নতুন বাগান তৈরি করছেন এবং অতিথিদের লাল গোলাপের তোড়া উপহার দেবেন। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসাবে নির্বাচন করেছেন।
প্রথমে বিয়ের আয়োজন ছোট পরিসরে করার কথা ভাবলেও এখন ৩০০ অতিথির জন্য বড় অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে। সুইফট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তটা ছোট করে উদযাপন করার কোনো মানে নেই।
জে.এস/
খবরটি শেয়ার করুন