বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান

নারীর নিরাপত্তা ছাড়া দেশ এগোতে পারবে না: জন্মদিনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনলাইন ও অফলাইন—উভয় জগতেই নারীরা নিরাপদ বোধ না করলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নারীদের সুরক্ষা ও ক্ষমতায়নে জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'নারীদের অবশ্যই নিরাপদ বোধ করতে হবে। অনলাইনে ও অফলাইনে, ঘরে ও বাইরে, ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে।'

ইংরেজিতে লেখা এই পোস্টের সঙ্গে তিনি স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তাদের একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে তোলা নিজের ছবিও দেন।

তিনি বলেন, ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব ও বাংলাদেশকে বদলে দিয়েছে, তা আমাদের কেউই উপেক্ষা করতে পারি না।

তারেক রহমান বলেন, তিনি এবং তার স্ত্রী প্রায়ই ভাবেন যে তাদের বেড়ে ওঠার সময়ের চেয়ে বর্তমান পৃথিবীটা কতটা আলাদা। তিনি বলেন, অনেক অভিভাবক ও সচেতন নাগরিকের মতো আমরাও একই সঙ্গে আশা ও উদ্বেগ অনুভব করি। সুযোগ এখন আগের চেয়ে অনেক বেশি, কিন্তু সেই সঙ্গে ঝুঁকিও বেড়েছে।

বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন অসংখ্য নারীকে হয়রানি, ভীতি প্রদর্শন, বুলিং ও সহিংসতার শিকার হতে হয়—শুধু কথা বলা, কাজ করা, পড়াশোনা করা বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্য। এই বাংলাদেশ আমাদের স্বপ্নের নয়। আমাদের মেয়েদের জন্য এমন ভবিষ্যৎ কাম্য নয়।

তিনি সাইবার অপরাধীদের মোকাবিলা করার জন্য একটি জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তারেক রহমান বলেন, এর মধ্যে থাকবে ২৪ ঘণ্টার হটলাইন, একটি অনলাইন পোর্টাল এবং প্রশিক্ষিত রেসপন্ডার বা সাড়াদানকারী। পাশাপাশি, প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্ব আপত্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণে সহায়তা করতে পারে।

তারেক রহমান বলেন, ভয়ের কারণে কোনো নারীকে যেন জনঅংশগ্রহণ থেকে সরে যেতে না হয়। তারেক রহমান বলেন, নারীরা যখন জেগে ওঠে, তখন জাতিও তাদের সঙ্গে জেগে ওঠে। আমাদের রাজনীতি, ধর্ম, জাতিসত্তা বা লিঙ্গ যা-ই হোক না কেন, একটি সত্য আমাদের বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ করবে: যে বাংলাদেশে নারীরা নিরাপদ ও ক্ষমতায়িত—সেই বাংলাদেশ অপ্রতিরোধ্য।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250