শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ২১ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উদযাপন করতে বাড়ি ফিরছেন অনেকেই। সেজন্য যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। ফলে ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি টাকারও বেশি।

শুক্রবার (১৪ই জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১২ই জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ই জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

আরো পড়ুন: পরিবেশবান্ধব সনদ পেল আরও দুই পোশাক কারখানা

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪১ হাজার যানবাহন পার হয়েছে। যেটা দ্বিগুণেরও বেশি।

এইচআ/ 

বঙ্গবন্ধু সেতু টোল

খবরটি শেয়ার করুন