মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ আমলের গুম, খুন নিয়ে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী *** আওয়ামী লীগের ৪৩ শতাংশ ভোট, দলটিকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী *** সরকার সিদ্ধান্ত দিলে তা মানার বাধ্যবাধকতা থাকবে না, জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি *** রোহিঙ্গা ক্যাম্পে মুঠোফোনের সিম বিতরণ শুরু, আজ পাবেন ৫০০ জন *** পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের *** বাংলাদেশের সঙ্গে অভিবাসন জোরদারে আগ্রহী ইতালি *** সুরক্ষা আদেশ জারি: টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরে গান-বাজনা নিষিদ্ধ *** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি

জামায়াতকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি নেতাদের: ফরহাদ মজহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জামায়াতে ইসলামীকে নাম পরিবর্তন করে রাজনীতি করার অনুরোধ জানিয়েছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার (১৯শে জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুরোধ জানান তিনি।

মতবিনিময় সভায় ফরহাদ মজহার বলেন, ‘জামায়াত দলটাকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি তাদের নেতাদের। তাদের প্রথম দিন থেকেই বলেছি, ভাই, আপনারা কিন্তু বাহাত্তর সালের পর আপনাদের জামায়াত নামটা রেখে দিয়েছেন, এটা অন্যায় হয়েছে। কারণ, একাত্তর সালে আপনাদের যে ‍ভূমিকা, এটা বাংলাদেশ নামে যে রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হয়েছে, সেই স্পিরিটের পক্ষে যায় না।’

চিন্তক ফরহাদ মজহার জামায়াত নেতাদের উদ্দেশে বলেন, ‘ইসলামি আইডোলজি থেকে ডেমোক্রেটিক লীগ করেছিলেন, তারপর আবার জামায়াতে ইসলামী নামে কেন ফেরত এলেন? আমাদের অপমান করার জন্য? আপনি যদি একাত্তরের মুক্তিযুদ্ধকে ক্রমাগত অপমান করতে থাকেন, আপনি আবারও  শেখ হাসিনাকে আনবেন। আপনি মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করলে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাই প্রতিষ্ঠিত হয়ে যাবেন।’

মতবিনিময় সভায় কবি ও লেখক ফরহাদ মজহার বলেন, ‘এখনো আপনাদের আমি বিনয়ের সঙ্গে বলি, হাতজোড় করে বলি, এটা খুব ভালো সময়—জুলাই গণ-অভ্যুত্থানের পর আপনারা আপনাদের নামটা পরিবর্তন করেন। এটা প্রথমত, বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে একটা বাধা; দ্বিতীয়ত, ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ আর চেতনা, সে ক্ষেত্রেও এটা বাধা হয়ে আছে। আপনাদের একাত্তর সালের ভূমিকার জন্য লোকজন ইসলামকে দায়ী করে। এটা আমাদের নিজেদের গঠনের ক্ষেত্রেও মারাত্মক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে।’

সেক্যুলার এবং ধর্মীয়—উভয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা, এ তিনের বিরুদ্ধে লড়াই হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে। এ লড়াই কিন্তু শেষ হয়নি।’

জে.এস/

জামায়াতে ইসলামী ফরহাদ মজহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250