ছবি : সংগৃহীত
নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ দিনে পেয়েছেন ১ উইকেট। সেটাও প্রতিপক্ষের সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাকব বেথেলের। তবে টিম সাউদির জন্য দিনের শেষটা হয়েছে সুন্দর। তার দল রেকর্ডগড়া ৪২৩ রানের জয় নিয়ে হ্যামিলটন টেস্ট শেষ করেছে। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যবধানের জয়। ক্যারিয়ারের প্রথম টেস্টে এই ইংল্যান্ডের কাছেই হেরেছিলেন সাউদি। অনেকগুলো বছর পর তাদের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে তুলে রাখলেন সাদা পোশাকের জার্সিটা।
শেষ দুইদিনে ইংল্যান্ডের সামনে ছিল পর্বতসম টার্গেট। ৬৫৮ রান করা বেশ অনেকটা অসম্ভবই তাদের জন্য। বিশেষ করে অধিনায়ক বেন স্টোকস যখন নেই তখন কাজ খানিক কঠিন। আগের দিন বেন ডাকেটকে বোল্ড করে নিউজিল্যান্ডকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন সাউদি। আর আজ পেয়েছেন জ্যাকব বেথেলের উইকেট।
আরো পড়ুন : বিজয়ের দিনে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
ইংল্যান্ডের হয়ে প্রতিরোধ গড়েছেন গাস অ্যাটকিনসন। ৪১ বলে ৪৩ রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু রানের পাহাড়ের সামনে ওতটা ইনিংস খুব একটা কার্যকর হয়নি। জয়টা পেয়েছে নিউজিল্যান্ডই। যদিও ক্রো-থর্প সিরিজটা শেষ পর্যন্ত জিতেছে ইংল্যান্ডই। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচই যে জিতেছিল সফরকারীরা।
হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৩৪৭। স্যান্টনারের ৭৬ আর টম ল্যাথামের ৬৩ রানের পর উইল ইয়াং এবং কেইন উইলিয়ামসনের ৪০ পেরুনো দুই ইনিংস দিয়েছিল বলার মতো পুঁজি। এরপরেই ব্যাট করতে নেমে ইংল্যান্ড দেখেছে ভরাডুবি। জো রুটের ৩২ ছাড়া আর কেউ ত্রিশের কোটায় যেতেই পারেননি এদিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান বেন স্টোকসের। আর ওলি পোপ করেছেন ২৪।
ইংল্যান্ড শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। নিউজিল্যান্ডের লিড ২০৪ রানের। দ্বিতীয় ইনিংসে এরপর ব্যাট করারই সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। উইল ইয়াং ও ড্যারিল মিচেলের ৬০ রানের পাশাপাশি ১৪৯ রান করেছেন কেইন উইলিয়ামসন।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন