বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ *** ‘দুটি সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটা যুব, আরেকটা মায়েদের’ *** রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

তথাকথিত সাংবাদিক প্রোপাগান্ডা চালাচ্ছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গোলাম মোর্তোজা

একটা ভয়াবহ লোভ ও রোগের নাম ‘ভিউ ব‍াণিজ‍্য’। ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন দেবেন না’- কেমন প্রোপাগান্ডা চালিয়েছেন আপনাদের পরিচিত ভিউ ব‍্যবসায়ীরা। এখন হয়তো তারা বলবেন, ‘আমাদের চাপে নির্বাচন দিতে বাধ‍্য হয়েছে সরকার।'

শুরুতেই বলে রাখি, সরকারের সমালোচনা করতে হবে। যারা তা করছেন, করতে থাকেন। আমি লিখছি, প্রোপাগান্ডাবাজদের নিয়ে, সমালোচনাকারীদের নিয়ে নয়।

৫ই আগস্ট (২০২৪ সালের) সবাইকে স্বাধীন করে দিয়েছে। এখন ফেসবুক, ইউটিউবে কোনো বাধা ছাড়া দেশে থেকে প্রোপাগান্ডা চালানো যায়। রাতের উপাচার্য তো ফ‍্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফেসবুক-ইউটিউবে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। আরেক তথাকথিত সাংবাদিক প্রোপাগান্ডা চালাচ্ছেন এ কথা বলে ‘জুলাই-আগস্টে (গত বছরের গণঅভ্যুত্থান) মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল।'

এর মধ্য দিয়ে তিনি (ওই সাংবাদিক) প্রতিনিয়ত দেশের মানুষকে অসম্মান করছেন। মানুষ তার নিজের প্রয়োজনে রাস্তায় নেমেছিল। রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। দলদাসরা তা বিশ্বাস করতে চাইবে না, সেটাই স্বাভাবিক।

এই ফ‍্যাসিস্ট হাসিনা-প্রেমীও স্বাধীন, তাকে কেউ কিছু বলছেন না। হাসিনার সময় হলে তিনি নিশ্চিত গুম হয়ে যেতেন। তিনি প্রায় প্রতিদিনই ফেসবুক-ইউটিউবে সেনাপ্রধানের সঙ্গে ড. ইউনূসের বিরোধ তৈরি করছেন। প্রোপাগান্ডায় এই লাইনটিও বলছেন ‘সেনাবাহিনী নিয়ে ড. ইউনূস আতঙ্কে আছেন।'

ড. ইউনূসের সম্পর্কে তার সামন‍্যতম কোনো ধারণা নেই। ড. ইউনূস কোন উচ্চতার মানুষ, এ ধারণা শুধু ফেসবুকার বা ইউটিউবারের নেই তা নয়, অনেক রাজনীতিবিদেরও নেই। শুধু একটি বিষয় বিবেচনায় রাখুন, আমেরিকার শুল্ক ইস‍্যুতে তিনি দেশকে কত বড় বিপর্যয় থেকে রক্ষা করেছেন, তা অনেকের পক্ষে কল্পনা করাও কঠিন। এ বিষয়ে বিস্তারিত বলছি না, সময় হলে কখনও হয়তো লিখব।

একেবারে শুরু থেকে বলে এসেছি, নির্বাচন নিয়ে সংশয়-সন্দেহ তৈরির কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ক্ষমতায় থেকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তিনি একটি নির্বাচন দিয়ে বিদায় নেবেন। আগামী বছরের জুনের মধ‍্যে নির্বাচনের কথা বলেছিলেন, তারপর সময় এগিয়ে এপ্রিলের কথা বলেন। রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব‍্যবস্থা করছেন।

অনেক কিছুই হয়ত প্রত্যাশা অনুযায়ী হলো না, হচ্ছে না। ’হলো না, হচ্ছে না’ বলার সময়ে অর্থনীতিসহ যা হলো তা বিবেচনায় নিচ্ছি না। ৫ই আগস্টের পরের বাস্তবতা বিবেচনায় নিচ্ছি না। বিগত এক বছরের ঝড় এবং ড. মুহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশ,  বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে একবার কল্পনা করে দেখেন!

লেখক: ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার।

গোলাম মোর্তোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250