ছবি: সংগৃহীত
অতিরিক্ত আইজিপিসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (৫ই মার্চ) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি করা হয়েছে।
রাজশাহীর সারদা পুলিশের প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি পদে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম বিভাগের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি করা হয়েছে।
এ ছাড়াও ছয়জন ডিআইজি এবং আটজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন