ছবি : সংগৃহীত
প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন দুই ইউটিউবার। এটি বিশ্বের সবচেয়ে বড় আইফোন। আইফোন ১৫ প্রো ম্যাক্সের রেপ্লিকা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন তারা।
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ওই দুই ইউটিউবারের নাম অরুণ মাইনি ও ম্যাথু পার্কস। প্রযুক্তিবিষয়ক ভিডিও নির্মাতা অরুণ এই আইফোন তৈরির উদ্যোগ নেন। আইফোন তৈরিতে গেজেট নির্মাণ বিশেষজ্ঞ ম্যাথু পার্কসের সহায়তা নিয়েছেন তিনি।
আইফোন ১৫ প্রো ম্যাক্সের রেপ্লিকা কেবল দেখানোর জন্য তৈরি হয়নি। ছবি তোলা থেকে শুরু করে আরও বিভিন্ন সুবিধা রয়েছে ফোনটিতে।
আরো পড়ুন : রাতারাতি যেভাবে বিশ্বের সবচেয়ে ধনী নারী হয়ে ওঠেন তারা
অরুণ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমার দল এমন কিছু করেছে যা আগে করা হয়নি। গিনেজ বুকের নতুন নতুন রেকর্ডগুলোর খবর রাখতাম। নিজের নাম সেখানে দেখতে পেয়ে গর্বিত।’
গিনেড কর্তৃপক্ষ জানিয়েছে, অরুণ ২০১১ সালে ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেন। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন রিভিউ দেওয়ায় ইউটিউবে তার পরিচিতি রয়েছে। বেশ সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছে তার। অপরদিকে ম্যাথু অস্বাভাবিক বড় অথবা ক্ষুদ্রাকৃতির গ্যাজেট তৈরির জন্য পরিচিত।
এস/ আই.কে.জে