শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন

ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন পপি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

আমিন খান ও পপি। ছবি: সংগৃহীত

আড়াল ভেঙে চলতি বছর প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয় নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তার দেখা পাওয়া যায়। এবার পর্দায় ফিরছেন পপি। ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার সিনেমা। আগামী ১৭ই অক্টোবর দেশের হলে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’। পপি অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ছিল কামরুজ্জামান কামু পরিচালিত ‘দি ডিরেক্টর’। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালের ৫ই জুন।

আড়ালে যাওয়ার আগে পপি সবশেষ অভিনয় করেছিলেন ডাইরেক্ট অ্যাটাক সিনেমায়। এরপর কয়েকটি সিনেমার কাজ শুরু করলেও সেগুলো শেষ হয়নি। সে হিসেবে এখন পর্যন্ত এটি তার অভিনীত শেষ সিনেমা। ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৮ সালে। ২০২১ সালে ডাইরেক্ট অ্যাটাক নামে তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্র পায়। এর পর কয়েকবার মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। তবে এবার পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন সাদেক সিদ্দিকী।

 সাদেক সিদ্দিকী বলেন, ‘এর আগে কয়েকবার মুক্তির পরিকল্পনা করা হলেও তা সম্ভব হয়নি। প্রথমে করোনার কারণে পিছিয়েছিলাম। এরপর বন্যা। সবশেষ গত বছরের জুলাই আন্দোলনের কারণে পরিকল্পনা করেও মুক্তি দেওয়া যায়নি। এই অক্টোবরে সিনেমাটি দর্শকের সামনে আনতে চাই, এ সিদ্ধান্ত চূড়ান্ত।’

সিনেমা মুক্তি নিয়ে পপির সঙ্গে কথা হয়েছে বলে জানান সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘চেষ্টা করছি প্রচারে পপিকে যুক্ত করার। ইতিমধ্যে এ নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি। দেখা যাক কী সিদ্ধান্ত নেয় সে। তবে পপিকে সিনেমার প্রচারে পাওয়া গেলে দর্শকের কাছে আমাদের সিনেমাটি পৌঁছানো আরও সহজ হবে। এখনো অনেক দর্শক আছেন, যারা পর্দায় পপিকে দেখতে চান।’

নির্মাতা জানান, অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে ডাইর‍েক্ট অ্যাটাক, দেখা যাবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প। এতে পপি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তার বিপরীতে রয়েছেন আমিন খান। তিনি অভিনয় করেছেন গ্যাংস্টার চরিত্রে।

এত বছর পর মুক্তি পাওয়ায় সিনেমায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘আমার তেমনটি মনে হয় না। সময় পার হলেও সমাজের অন্যায়, সন্ত্রাস, দুর্নীতি তো পাল্টায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধেই ডাইরেক্ট অ্যাটাক সিনেমা। আমার মনে হয়, এখনো এ সিনেমার গল্প প্রাসঙ্গিক। এ ছাড়া এটি অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে, যা দর্শকের ভালো লাগবে। দর্শক হলে এলে বিরক্ত হবেন না বলেই আমার বিশ্বাস।’

ডাইরেক্ট অ্যাটাক সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, শিরিন শিলা, অভি প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন সাদেক সিদ্দিকী।

জে.এস/

সিনেমা পপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250