বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে’ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থদের দায় এড়ানো যায় না, আর এ ব্যর্থতার দায়ে শীর্ষে রয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।’

আজ বুধবার (২২শে অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। দেশের জনগণ এখন উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা এখন নিরাপত্তাব্যবস্থার ওপর। জনগণ মনে করে, প্রশাসন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।’

অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় ন্যায়বিচার ব্যবস্থার জন্য বিপজ্জনক উদাহরণ সৃষ্টি করতে পারে। আইনের শাসন যদি প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচার আর থাকবে না।’

অপরাধের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা, পরিবহন ব্যবসায়ী কিংবা যেই হোক না কেন, সবাইকে সমান আইনের মুখোমুখি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, কিছু প্রভাবশালী অপরাধীকে জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটা এক ধরনের বৈষম্য, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী।'

তিনি বলেন, 'এবি পার্টি জনগণের অধিকারের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সম অধিকার ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে চায়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আইন সবার জন্য সমান হবে—অপরাধীর পরিচয় নয়, অপরাধই হবে বিচারযোগ্য।’

আসাদুজ্জামান ফুয়াদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250