শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মে মাসে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত মাসে অর্থনীতিতে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে। যদিও নির্মাণ খাতের অগ্রগতি ছিল না। তবে সার্বিকভাবে গত মে মাসে অর্থনীতি কিছুটা এগিয়েছে। আজ রোববার (১৫ই জুন) এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মে মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইতে অর্থনীতির এ চিত্র প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এ সূচকের মাধ্যমে মূলত অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়ে থাকে।

এদিকে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ বলেন, গত মাসে (মে মাস) রপ্তানিনির্ভর উৎপাদন খাতের গতিশীলতা এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সরবরাহ ব্যবস্থার অগ্রগতির ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত সম্প্রসারণে রয়েছে। তবে নির্মাণ খাতই একমাত্র খাত, যেখানে সম্প্রসারণে কোনো অগ্রগতি হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৮ দশমিক ৯–এ উন্নীত হয়েছে। যা অর্থনীতির দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কৃষি খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণমুখী অবস্থায় আছে। তা দ্রুতগতিতে হয়েছে। উৎপাদন খাত টানা নবম মাসে সম্প্রসারণ করেছে এবং তা আগের চেয়ে দ্রুত। নির্মাণ খাত টানা ষষ্ঠ মাসে সম্প্রসারণে ছিল, তবে গত মাসের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। নতুন ব্যবসা এবং কর্মসংস্থান সূচক আবার সংকোচনে ফিরে গেছে। সেবা খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণ দেখিয়েছে এবং তা দ্রুতগতিতে।

আরএইচ/

অর্থনীতি এমসিসিআই পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250