শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

‘প্যারিস অলিম্পিক ভণ্ডুলের চেষ্টা করছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার দাবি, প্যারিস অলিম্পিক ভণ্ডুলের চেষ্টায় অপপ্রচার চালাচ্ছে দেশটি । বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। 

প্রেসিডেন্টের মতে, প্যারিস অলিম্পিক ভণ্ডুলের জন্য রাশিয়া অপপ্রচার চালাচ্ছে। নতুন অলিম্পিক সুইমিং সেন্টারের উদ্বোধনের সময় দেশটি এই গেমসকে টার্গেট করছে কিনা এমনটি জানতে চান সাংবাদিকরা।

আরো পড়ুন: পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে ভারত বলল, সম্পর্ক অটুট থাকবে

ম্যাক্রোঁর সরকার বলেছে, রাশিয়া সম্প্রতি ফ্রান্সের বিরুদ্ধে প্রোপাগান্ডা আক্রমণ জোরদার করেছে। আর এসব গুজব ও বিভ্রান্তি ছড়াতে সোশ্যাল মিডিয়ায় ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।

পোর্টাল কম্ব্যাট নামে রাশিয়ার তৈরি ওয়েবসাইটগুলোর একটি নেটওয়ার্কের বিরুদ্ধে নানা গল্প-গুজব তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। যেমন এগুলোতে দাবি করা হয়েছে, ফরাসি ভাড়াটে সৈন্যরা ইতোমধ্যেই ইউক্রেনে কাজ করছে বা প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হত্যা প্রচেষ্টার ভয়ে কিয়েভ সফর বাতিল করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট প্রথমবারের মতো নিশ্চিত করেছেন, আগামী জুলাই মাসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিকল্প পরিকল্পনা রয়েছে, যদি গেমস ঘিরে সন্ত্রাসী হুমকি আরও খারাপ অবস্থায় যায়।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী আগামী ২৬শে জুলাইয়ের অনুষ্ঠানটি সেইন নদীতে নৌকায় অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে তিন লাখেরও বেশি লোক নদীর পাড় থেকে সেই অনুষ্ঠান দেখতে পাবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই অনুষ্ঠানটি সন্ত্রাসী হামলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা প্রস্তুত থাকব। আমরা বেশ কয়েকটি পরিস্থিতি তৈরি করছি। যদি হুমকি আরও বিস্তৃত হয় এবং যদি আমরা মনে করি, পরিস্থিতি এটিকে প্রয়োজনীয় করে তুলেছে, তাহলে আমাদের ব্যাক-আপ পরিকল্পনা রয়েছে।’

সূত্র: বিবিসি 

এইচআ/ আই.কে.জে/

রাশিয়া প্যারিস অলিম্পিক ভন্ডুল

খবরটি শেয়ার করুন