রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে দিল্লির বক্তব্যের জবাব দিলো ঢাকা *** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা

আমেরিকায় প্রথম মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকায় সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। গতকাল সোমবার (১৯শে মে) এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে গত ৪ঠা মে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের রোনাল্ড রেগান ইউসিএলএ মেডিকেল সেন্টারে এ জটিল অস্ত্রোপচারটি করা হয়। আর চিকিৎসকরা জানান, এটি গুরুতর মূত্রথলি সমস্যায় আক্রান্ত অনেক রোগীর জন্য আশার দুয়ার খুলে দেবে।

গত রোববার (১৮ই মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার সন্তানের জনক ৪১ বছর বয়সী অস্কার লারেইনসারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়। ক্যান্সারের কারণে তার মূত্রথলির একটি বড় অংশ আগেই অপসারণ করতে হয়েছিল। পরবর্তীতে তার দুটি কিডনিও অপসারণ করতে হয়। সাত বছর টানা ডায়ালাইসিস করাচ্ছেন তিনি।

এ ছাড়া অস্ত্রোপচারে এক দাতার কাছ থেকে একটি কিডনি ও একটি মূত্রথলি পেয়েছেন তিনি। আর দীর্ঘ আট ঘণ্টার অপারেশনে সেগুলো লারেইনসারের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

এদিকে ইউসিএলএ (ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস) কর্তৃপক্ষ আরো জানায়, প্রথমে রোগীর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়, তারপর মূত্রথলি। এরপর কিডনিটিকে নতুন মূত্রথলির সঙ্গে সংযুক্ত করা হয়।

তবে অস্ত্রোপচারে অংশ নেওয়া সার্জন ড. নিমা নাসিরি জানান, অপারেশনের পরপরই কিডনি প্রচুর পরিমাণে প্রস্রাব তৈরি করতে সক্ষম হয়েছে। তাই রোগীর কোনো ডায়ালাইসিসের প্রয়োজন হয়নি। আর এ ধরনের অস্ত্রোপচার এতদিন সম্ভব ছিল না। কারণ, মূত্রথলির চারপাশের রক্তনালীগুলো খুব জটিল এবং প্রযুক্তিগতভাবেও খুব কঠিন। 

ড. নাসিরি আরও জানান, এ প্রথম মূত্রথলি প্রতিস্থাপন সফল করতে আমাদের দীর্ঘ চার বছরের প্রস্তুতি লেগেছে। এর আগে যেসব রোগীর মূত্রথলি অপসারণ করতে হত, তাদের জন্য অন্ত্রের একটি অংশ দিয়ে কৃত্রিমভাবে থলি তৈরি করা হত। এসব পদ্ধতির স্বল্প ও দীর্ঘমেয়াদি অনেক জটিলতা ও ঝুঁকি ছিল।

এদিকে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করার পর চিকিৎসকরা আশা করছেন, সম্পূর্ণ মূত্রথলি প্রতিস্থাপন পদ্ধতিতে সেসব ঝুঁকি অনেকখানি এড়ানো সম্ভব হবে।

আরএইচ/

আমেরিকা প্রথম চিকিৎসা মূত্রথলি প্রতিস্থাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250