বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারি রিশাদের পাকিস্তান জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ  উইকেটশিকারি হওয়ায় ফজল মাহমুদের ক্যাপ এখন বাংলাদেশের ছেলে রিশাদ হোসেনের মাথায়। রিশাদের এ অর্জনকে তাই বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস পাকিস্তান জয়ের সঙ্গে তুলনা করেছেন। খবর এএফপির।

গতকাল মঙ্গলবার (১৫ই এপ্রিল) রাতে এবং বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা ইনচার্জ শাহরিয়ার নাফীস নিজের ভেরিফায়েড ফেসবুকে রিশাদের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রিশাদের পাকিস্তান জয়...।’ 

এ ছাড়া গতকাল মঙ্গলবার (১৫ই এপ্রির) লাহোর কালান্দার্স নিজেদের এক্স হ্যান্ডলে রিশাদের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় ফজল মাহমুদের ক্যাপ রিশাদ হোসেনের।’

এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লাহোরের উইকেটকিপার স্যাম বিলিংস রিশাদের প্রশংসা করেন। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা বলেন, ‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার (ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছ)। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’

পিএসএলের এ আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে শীর্ষে রিশাদ। দ্বিতীয় কোয়েটা গ্লাডিয়েটর্সের আবরার আহমেদও রিশাদের মতোই লেগ স্পিনার। ২ ম্যাচে আবরারের শিকার ৬ উইকেট। দুজনেরই স্ট্রাইক রেট ৮.০। তবে আবরার ৭৫ রান দিলেও রিশাদ দিয়েছেন ৫৭ রান।

আরএইচ/


পিএসএল রিশাদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250