ছবি: সংগৃহীত
রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গতকাল শুক্রবার (১৭ই অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন—আগামীকাল (আজ শুক্রবার, ১৮ই অক্টোবর) রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করব।
এর আগে, গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে হিরো আলম বলেছেন, আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।
হিরো আলম এখন কী করবেন? জানতে চাইলে তিনি বলেন, নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন।
এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, নতুন কাজ তো করতে পারছি না। একটা না একটা সমস্যা তৈরি হচ্ছে আমার জীবনে। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি। সামনে মুক্তি পাবে। নতুন কয়েকটা সিনেমার কথা চলছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন